বাংলাদেশি সিনেমায় নতুন সংযোজন ‘সাবা’। মুক্তিতে বিলম্ব হলেও মেহজাবীন চৌধুরীর প্রথম চলচ্চিত্র এটি। ইতোমধ্যেই যেটি জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক উৎসবের মঞ্চে। আসছে ২৬ অক্টোবর ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, তার আগে প্রকাশ হলো দেড় মিনিটের ট্রেলার।
চলচ্চিত্রের জন্য বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার। এ বছর হতে যাচ্ছে এর ৯৮তম আসর। বাংলাদেশসহ বিশ্বের নানা দেশ অংশগ্রহণ করবে এই আয়োজনে। আসবেন সিনেমার বিখ্যাত সব মানুষেরাও।
প্রিয় মালতী সিনেমা দিয়ে গত বছর বড়পর্দায় অভিষেক হলেও মেহজাবীন চৌধুরী অভিনীত প্রথম সিনেমা ‘সাবা’। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর এবার দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘সাবা’। পরিচালক মাকসুদ হোসাইন জানান, আগামী ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।